স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘আলাদিনের আশ্চর্য’ প্রদীপ বলে আখ্যায়িত করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম। তিনি জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য।

তিনবারের এ এমপি বলেছেন, ‘আমরা আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে পেয়েছি। সেই প্রদীপ হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে বিশেষ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ফখরুল ইমাম বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের পেছনের সব উদ্দেশ্য রাতারাতি পূরণ হয়ে যাবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। তবে দেশপ্রেম, সততা ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা হলে অল্প সময়ের মধ্যে অনেক কিছুই অর্জন করতে পারবো।’

তিনি বলেন, ‘উন্নত দেশ হতে হলে, মানুষের জীবনযাত্রার উন্নতির দরকার আছে। এক জরিপে দেখা গেছে, দেশের দুই কোটি ৩৪ লাখ মানুষ এখনো অনুন্নত ও অস্বাস্থ্যকর পায়খানা ব্যবহার করে। দেড় শতাংশ মানুষ খোলা জায়গায় মলত্যাগ করেন।’

এমপি ফখরুল বলেন, ‘সামনের দিনগুলোতে বাংলাদেশকে কিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। শক্তহাতে দুর্নীতির লাগাম ধরতে হবে। জনসংখ্যার বৃদ্ধির হার কমানো, বেকারত্ব সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলা, রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা মোকাবিলা, দ্রব্যমূল্যে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা এবং সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া।’

এর আগে বুধবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদে এই সাধারণ আলোচনার প্রস্তাব তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সংসদে স্মারক বক্তৃতা দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দুদিনের আলোচনা শেষে আজ বৃহস্পতিবার প্রস্তাবটি গ্রহণ করা হবে।

(ওএস/এএস/নভেম্বর ২৫, ২০২১)