আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় বীর মুক্তিযোদ্ধা, উপজেলা সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সেরনিয়াবাতের জানাজায় ঢল নেমেছে গনমানুষের। বৃহস্পতিবার সকাল ১০টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম ও থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ারের নেতৃত্বে প্রশাসরে রাষ্ট্রীয় সালাম প্রদান, শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ সর্বস্তরের মুসুল্লীদের অংশগ্রহনে জানাজা শেষে টেমার গ্রামের নিজ বাড়িতে দাফন সম্পন্ন করা হয়েছে।

মরহুমের জানাজায় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামীলী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি, জাতীয় পার্টির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, ব্যবসায়ি, মরহুমের পরিবারের স্বজনসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে জানাজা পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে মরহুমের কফিনে জাতির পিতার ভাগ্নে (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র পক্ষে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, গৈলা ইউনিয় পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সাদিক আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়মী লীগের অন্যতম নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পরে সকাল ১১টায় টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বুধবার দুপুরে ঢাকায় ইস্কাটন টাওয়ারের সামনে বাদ জোহর মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

প্রসংগত, বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর হোসেন সেরনিয়াবাত আগৈলঝাড়া উপজেলা প্রথম উপজেলা চেয়ারম্যান, গৈলা ইউপি সাবেক চেয়ারম্যান, টেমার মালেকা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জমিদানসহ বিভিন্ন সমাজসেবা মুলক কাজে নিজেকে জড়িত রেখেছিলেন।

বার্ধক্যজনিত কারণে ঢাকার স্কয়ার হাসপাতালে ১০দিন চিকিৎসাধীন থেকে ৭৮ বছর বয়সে বুধবার সকাল ৭টা ২০মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

(টিবি/এসপি/নভেম্বর ২৫, ২০২১)