মাগুরা প্রতিনিধি : মাগুরায় বার্ষিক ক্রীড়া কর্মসূচীর ২০২১-২২ এর আওতায় অটিজম বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা ক্রীড়া অফিস মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী অটিষ্টিক স্কুলে এ ক্রীড়া আনন্দ উৎসবের আয়োজন করে ।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) জুলিয়া সুকায়না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া আনন্দ উৎসবে অংশ নেয়া বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন । এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আশাদুল ইসলাম,জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস ও মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী অটিষ্টিক স্কুলের প্রধান শিক্ষক ডালিয়া ইয়াসমিন উপস্থিত ছিলেন । দিনব্যাপী এ ক্রীড়া আনন্দ উৎসবে ৫টি ইভেন্টে মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী অটিষ্টিক স্কুলের ৪০ জন শিক্ষার্থী অংশ নেয় । পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী অটিষ্টিক স্কুলের শিক্ষার্থীরা কবিতা,গান ও নাচে অংশ নেয় ।

(ডিসি/এসপি/নভেম্বর ২৫, ২০২১)