রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : চলতি মৌসুমে কুড়িগ্রামের রাজারহাটে সরকারিভাবে ৬০৬ মেট্রিক টন আমন ধান ক্রয়ের জন্য লটারির মাধ্যমে ৪৩৪ জন কৃষককে নির্বাচন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লটারির উদ্বোধন করেন রাজারহাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আশিকুল ইসলাম মন্ডল সাবু। এময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইয়াসমিন বেগম, কৃষি অফিসার কৃষিবিদ সম্পা আকতার, খাদ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, ওসিএলএসডি মোঃ মোর্শেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম বকসী।

এ সময় প্রান্তিক ২৭ হাজার ৭৫৮ জন কৃষকের মধ্যে ৩০৩ জন, মাঝারি ২০১৮ জনের মধ্যে ৯০ জন, এবং বৃহৎ ১৯৫ জন কৃষকের মধ্যে ৪১ জন সর্বমোট ৪৩৪ জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়। এবছর এ সব কৃষকদের কাছ থেকে ৬০৬ মেট্রিক টন আমন ধান ক্রয় করা হবে।

(পিএস/এসপি/নভেম্বর ২৫, ২০২১)