লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া  উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬৭ জন, সাধারণ সদস্য পদে ৪৩০ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪৫ জন প্রার্থী উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন । বৃহস্পতিবার বিকাল পাঁচটা পর্যন্ত প্রার্থীরা সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তার দপ্তরে জমা দেয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ১২টি ইউনিয়নে চেয়াম্যান পদে আওয়ামী লীগের ১২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ জন, জাতীয় পার্টির ২ জন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) ১জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে নলদী ইউনিয়নে ৬ জন, লাহুড়িয়ায় ৩ জন, শালনগরে ৫ জন, নোয়াগ্রামে ৫ জন, জয়পুর ৪ জন, লোহাগড়ায় ৪ জন, মল্লিকপুরে ৮ জন, কোটাকোলে ৮ জন, ইতনায় ৭ জন , দিঘলিয়ায় ৮ জন, লক্ষীপাশায় ৫ জন, কাশিপুরে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৪৩০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

(আরএম/এএস/নভেম্বর ২৫, ২০২১)