এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলায় সম্প্রতি দুর্বৃত্তের গুলিতে নিহত বানীবহ ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ এর স্ত্রী শেফালি আক্তার বিনা প্রতিদ্বন্দিতায় ইউপি চেয়ারম্যান হতে চলেছে। 

শেফালি আক্তার স্বামী আব্দুল লতিফের মৃত্যুর পর কেন্দ্রীয় আওয়ামীলীগ কার্যালয় থেকে দলীয় নমিনেশন ফরম সংগ্রহ করে মনোনয়ন পেতে। তাকেই বানীবহ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ তাকেই দলীয় মনোনয়ন (নৌকা) দেওয়া হয়। তিনি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি।

তবে সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে প্রতিটিতেই একাধিক প্রার্থী থাকলেও বানীবহ ইউনিয়নে একক প্রার্থী হিসেবে নমিনেশন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন নিহত আব্দুল লতিফের স্ত্রী শেফালি আক্তার। গত বৃহস্পতিবার ছিলো নমিনেশন ফরম সংগ্রহ ও জমা দানের শেষ দিন।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার সাহা বলেন, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বচানে রাজবাড়ীর ১৪টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হবে। চেয়ারম্যান পদে অনান্য সকল ইউনিয়নে একাধিক প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়ে থাকলেও বানিবহ ইউনিয়নে চেয়ারম্যান পদে অন্য কোন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেননি। যে কারণে তার মনোননয়পত্র যাচাই বাছাই শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে, জনসংযোগ শেষে রাতে বাড়ি ফেরার পথে তাকে গুলি করে হত্যা করা হয়। সে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রায় নিশ্চিত হয়ে গেছিলো তার৷

(একে/এসপি/নভেম্বর ২৬, ২০২১)