স্পোর্টস ডেস্ক, ঢাকা : বর্তমানে বাংলাদেশ ও ভারত ঊনিশ-বিশ ফুটবলের শক্তিমত্তার বিচারে। কিন্তু র‌্যাংকিংয়ে ভারত বাংলাদেশের চেয়ে বেশ খানিকটা এগিয়ে। এশিয়ান গেমসে বাংলাদেশের তিন প্রতিপক্ষ উজবেকিস্তান, আফগানিস্তান ও হংকং। অন্যদিকে ভারতের প্রতিপক্ষ দুটি। সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান।

ভারতের গ্রুপে ভারত আন্ডারডগ দল। অন্যদিকে বাংলাদেশের গ্রুপে একই অবস্থায় রয়েছে বাংলাদেশ। সোমবার নিজ নিজ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ১-০ গোলের জয় তুলে নিয়েছে। অন্যদিকে ভারত ৫-০ গোলের বড় ব্যবধানে হার মেনেছে সংযুক্ত আরব আমিরাতের কাছে। শেষ ম্যাচে ভারত মুখোমুখি হবে জর্ডানের। ফিফা র‌্যাংকিংয়ে আরব আমিরাতের (৬) চেয়ে বেশ খানিকটা এগিয়ে জর্ডান (৪)।

আর বাংলাদেশকে খেলতে হবে আরো দুটি ম্যাচ। প্রথমে উজবেকিস্তানের বিপক্ষে। পরে হংকংয়ের বিপক্ষে। আর একটি ম্যাচে জয় পেলেই বাংলাদেশের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে।

(ওএস/পি/সেপ্টেম্বর ১৬, ২০১৪)