প্রবীর সিকদার : জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় হয়েছে সেই কবে! একাত্তরের যুদ্ধাপরাধী সাঈদীর ফাঁসির রায়ের পর জামায়াত শিবির দেশ জুড়ে নৃশংস তাণ্ডবও চালিয়েছে। সেই সব তাণ্ডবের ঘটনার যথার্থ বিচার হলে আরও কতো দুর্বৃত্ত যে ফাঁসিতে ঝুলবে ইয়ত্তা নেই।

সেই সাঈদী আপিল করেছেন। দীর্ঘ শুনানি ও বিরতি শেষে দেশের শীর্ষ আদালত আগামীকাল বুধবার আপিলের রায় ঘোষণা করবেন। আমরা যারা একাত্তর নিজের চোখে দেখেছি, দেখেছি দেশ জুড়ে পাকি হায়েনাদের দোসর সাঈদীদের বীভৎস তাণ্ডব, তাদের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া সাঈদীর ফাঁসির রায় খুব যথার্থ মনে হওয়াটাই স্বাভাবিক।

বুধবার দেশের শীর্ষ আদালত আপিলের রায় ঘোষণা করবেন। আমি আদালতের যে কোনো রায়ের প্রতি আগাম শ্রদ্ধা জানিয়েই আর্তি প্রকাশ করছি, একাত্তরের দগদগে ঘা যাদের হৃদয়ে তারা সাঈদীর ফাঁসির রায় বহাল শুধু নয়, অবিলম্বে সেই ফাঁসির রায় কার্যকরও দেখতে চায়।

(অ/সেপ্টেম্বর ১৬, ২০১৪)