স্পোর্টস ডেস্ক, ঢাকা : দৈনিক আজকালের খবরের জাকির হোসাইন এবং মহিলা ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন এবিসি রেডিও’র শাহনাজ শারমিন ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শ্যূটিং ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন।

তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দু’দিন ব্যাপী এই প্রতিযোগিতায় ৫৪ জন পুরুষ ও ৯ জন মহিলা প্রতিযোগির অংশগ্রহন করেন। মঙ্গলবার প্রতিযোগিতার পুরুষ ইভেন্টে আজকালের খবরের জাকির হোসাইন ৫টি শ্যূট আপে মোট ৪১ পয়েন্ট পেয়ে প্রথম হন।

দৈনিক কাল বেলার আবু সায়েম ভূঁইয়া ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং দৈনিক আমাদের সময়ের হিরা তালুকদার ৩৫ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান লাভ করেন।

একই দিন মহিলা ইভেন্টে এবিসি রেডিও’র শাহনাজ শারমিন ৫টি শ্যূটআপে ১৫ পয়েন্ট পেয়ে প্রথম, আর টিভি’র সুরাইয়া মুন্নী ৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় এবং ৬ পয়েন্ট অর্জন করে তৃতীয় হন আরটিভি’র মুক্তা মাহমুদ। উত্তেজনাপূর্ন এই প্রতিযোগিতা পরিচালনা করেন বাংলাদেশ শ্যূটিং ফেডারেশনের কার্যনির্বাহি কমিটির সদস্য ওমর কামাল। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সহসভাপতি রফিকুল ইসলাম আজাদ, ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী খোকন , সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম ও এ কে এম কামরুজ্জামান হিরু।

একই ভেন্যু তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হবে।

(ওএস/পি/সেপ্টেম্বর ১৬, ২০১৪)