মেহেরপুর প্রতিনিধি : মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রাম আওয়ামী লীগের নেতার ওপর বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ভবানীপুর ও রামনগরের মাঝামাঝি তালতলার মাঠ এলাকায় এই হামলা চালায় দুর্বৃত্তরা। বোমা হামলায় স্থানীয় আওয়ামী লীগ সদস্য আনারুল ইসলাম (৪৫) ও তার সঙ্গী মজিবুল ইসলাম (৩৫) আহত হয়েছেন।

মজিবুল হকের ডান হাত উড়ে গেছে ও মুখ ঝলসে গেছে। মজিবুল হক পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার দৌলাতপুর উপজেলার শেহালা গ্রামের বাসিন্দা।

স্থানীয় আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান জানান, আওয়ামী লীগ নেতা আনারুল ইসলাম ও মজিবুল হক রাতে চরগোয়ালগ্রাম থেকে মোটরসাইকেলে ভবানীপুর গ্রামের দিকে আসছিলেন। এ সময় রামনগর ও ভবানীপুর মাঠের মাঝে তালতলা এলাকায় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর পরপর ২টি বোমা ছুঁড়ে মারে।

এতে আনারুল ইসলাম ও মজিবুল হক মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। গ্রামবাসীরা ছুটে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যান। স্থানীয়রা আহত মজিবুল হক ও আনারুল ইসলামকে উদ্ধার করে। আনারুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এছাড়া মজিবুল হককে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার খোকন রেজা জানান, মজিবুল হকের একটি হাত উড়ে গেছে। তার চোখ দুটিও নষ্ট হতে পারে।

গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ওএস/অ/সেপ্টেম্বর ১৬, ২০১৪)