পিরোজপুর প্রতিনিধি : বুধবার ভোর ৫টা। পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ড। মফস্বল এ শহরের মানুষ তখনও ঘুমিয়ে তখন এ এলাকায় খোলা একটি চায়ের দোকান। চায়ের দোকানের পাশেই পুলিশের দু’টি গাড়ি। আর ভোরের যাত্রীদের জন্য সেখানে বেশ কয়েকটি রিকশা ও অটোরিকশা।

ভোরে পিরোজপুরের পুরাতন বাসস্ট্যান্ডে নেমে দেখা প্রথমেই চোখে পড়লো এগুলো। সেখানে সদর থানার ওসিসহ একদল পুলিশ নাশকতা মোকাবেলার সব প্রকার প্রস্তুতি নিয়ে দায়িত্বরত।

সদর থানার ওসি আব্দুর রাজ্জাক জানালেন, সাঈদীর আপিল বিভাগের রায় উপলক্ষে নেওয়া নিরাপত্তার অংশ হিসেবে তারা নিরবচ্ছিন্ন দায়িত্বপালন করছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে সাধারণ মানুষের মধ্যে ওই রকম কোনা প্রতিক্রিয়া নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো সেই ধরনের কোনো হুমকি এখনও আমাদের কাছে আসেনি। তবে, আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।

নিরাপত্তায় পুলিশের পাশাপাশি র‌্যাব এবং বিজিবিও রয়েছে বলে জানান সদর থানার এই পুলিশ কর্মকর্তা।

শুধু পুরাতন বাসস্ট্যান্ড নয়, পিকআপে ডিউটি করতে দেখা গেছে ছোট ছোট দলে বিভক্ত পুলিশ সদস্যদের। রাতের শুরু থেকেই বিভিন্ন অলিগলিতে টহল দিচ্ছে তারা।
শহরের মাসিমপুর, সিআইপাড়া, ক্লাবরোড, শেখপাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশের সরব উপস্থিতি দেখা গেছে।

পিরোজপুর দেলাওয়ার হোসাইন সাঈদীর নিজ জেলা। সঙ্গত কারণেই সেখানে অন্য জেলার চেয়ে নিরাপত্তা ব্যবস্থা একটু বাড়তি থাকারই কথা। দেখাও গেলো তাই, পিরোজপুরে নিস্তব্ধ রাতে পুলিশি মহড়া। দেখা গেছে বিজিবি’র টহলও। রায়কে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে তেমন প্রতিক্রিয়া দেখা বা শোনা না গেলেও তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিন বর্গকিলোমিটারের আয়োতনের এই ছোট মফস্বল শহর প্রায় ৩ লাখ লোক যখন ঘুমিয়ে তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোড়ে মোড়ে যেকোনো প্রকার নাশকতা মোকাবেলার জন্য মহড়া দিচ্ছে।

পিরোজপুরের পুলিশ সুপার আবিদ হাসান বলেন, গুরুত্বপূর্ণ এ রায়কে কেন্দ্র করে পুরো শহর জুড়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনগণের জানমাল রক্ষায় আমরা ছক তৈরি করেছি যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়।

জেলা প্রশাসক একেএম শামিমুল হক সিদ্দিকী মঙ্গলবার রাতে জানান, জনগণের নিরাপত্তায় পিরোজপুরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কেউ যেন কোনোরুপ নাশকতা করতে না পারে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(ওএস/অ/সেপ্টেম্বর ১৭, ২০১৪)