ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কানাইপুর দরাফখালির বিশিষ্ট পরোপকারি ব্যক্তিত্ব মো. রেয়াজউদ্দিন ফকির আর নেই। গত রোববার (২৮ নভেম্বর) দুপুর ২টায় তিনি দেহত্যাগ করেন ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে।

তাঁর চলে যাওয়ায় দরাফখালি তথা কানাইপুরের মানুষ গভীরভাবে শোকাহত। ফরিদপুরসহ নানা জেলা থেকে তাঁর মুখটি একবার দেখার জন্য ভক্তকুল হাজির হয়েছেন দরাফখালির বাড়িতে।

শোনা যায়, তার চিকিৎসায় ভালো হয়েছে মানুষসহ বহু গবাদিপশু। তার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে গেছে দরাফখালি গ্রাম।

মৃত্যুকালে মো. রেয়াজউদ্দিন ফকিরের বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৫ পুত্র ও ২ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বড় ছেলে কোরবান ফকিরকে তাঁর বাবার কথা জিজ্ঞেস করলে কোরবান ফকির নির্বাক থাকেন। মো. রেয়াজউদ্দিন ফকিরের বহু ভক্ত অনুরাগীর উপস্থিতিতে নামাজে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

(ওএস/পিএস/২৯ নভেম্বর, ২০২১)