পাবনা প্রতিনিধি : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার গভীররাত থেকে বুধবার সকাল পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে জেলার ৬ থানা থেকে তাদের আটক করা হয়।

আপিলের রায়কে কেন্দ্র করে পাবনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখার (ডিবি) কর্মকর্তা আব্দুল হান্নান জানান, পুলিশের অভিযানে পাবনা সদর থানার বিভিন্ন স্থান থেকে ১৩ জন, ঈশ্বরদী থানায় ২ জন, সুজানগর থানায় ২ জন, সাঁথিয়া থানায় ৩ জন, আমিনপুর থানায় ২ ও চাটমোহর থানায় ১ জনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা সবাই জামায়াত-শিবিরের কর্মী। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।

পাবনার পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদ জানান, সারাদেশের মতো পাবনাতেও র্যাব, পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বিজিবি ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নিরাপত্তা হিসেবে চেকপোস্ট বসানো হয়েছে।

(ওএস/অ/সেপ্টেম্বর ১৭, ২০১৪)