ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের দুই উপজেলায় ১৬ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন।এছাড়া তিন চেয়ারম্যান স্বতন্ত্র পদে জয়ী হয়েছেন।

রবিবার (২৮ নভেম্বর) রাতে উল্লাপাড়া উপজেলার রিটানিং কর্মকর্তা মো. মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেন।

বেলকুচি উপজেলার বিজয়ী প্রার্থীরা হলেন- রাজাপুর ইউনিয়নে সোনিয়া সবুর আকন্দ, বড়ধুলে আছের উদ্দিন, ধুকুরিয়া বেড়া স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন, ভাঙ্গাবাড়িতে স্বতন্ত্র প্রার্থী জহরুল ইসলাম ভূঁইয়া, দৌলতপুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী আশিকুর রহমান লাজুক বিশ্বাস ও বেলকুচি সদর ইউনিয়নে সোলাইমান মির্জা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

এদিকে উল্লাপাড়ায় বিজয়ীরা হলেন- সলপ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার শওকত ওসমান, পঞ্চকোশীতে আওয়ামী লীগের ফিরোজ উদ্দিন, দুর্গানগরে আফসার আলী, বাঙ্গালা ইউনিয়নে আওয়ামী লীগের সোহেল রানা, পূর্ণিমাগাঁতীতে আওয়ামী লীগের রেজাউল ইসলাম তপন, উধুনিয়ায় আওয়ামী লীগের রেজাউল করিম বাচ্চু, কয়রায় স্বতন্ত্রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বড়পাঙ্গাসীতে হুমায়ুন কবির খান লিটন, মোহনপুরে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ মক্কা, সলঙ্গায় মোখলেছুর রহমান তালুকদার, হাটিকুমরুলে হেদায়েতুল আলম, রামকৃষ্ণপুরে রফিকুল ইসলাম হিরো ও উল্লাপাড়া সদরে আব্দুল সালেক নির্বাচিত হয়েছেন।

(আই/এসপি/নভেম্বর ২৯, ২০২১)