আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার তিনটি উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে চারটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হওয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামলা জটিলতার কারণে তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন ৬ হাজার ৪৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ওয়ার্কার্স পার্টির হাতুরি মার্কার প্রার্থী শাহিন হোসেন পেয়েছেন ৩ হাজার ৯৩৩ ভোট।

উজিরপুরের গুঠিয়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: আওরঙ্গজেব ৭ হাজার ৯৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। হারতা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী অমল মল্লিক ১১ হাজার ৩০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া উজিরপুরের বামরাইল ইউনিয়নের চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইউসুফ হাওলাদার ও মুলাদীর বাটামারা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সালাউদ্দিন অশ্রু।

(টিবি/এসপি/নভেম্বর ২৯, ২০২১)