মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে মহান মুক্তিযুদ্ধে ১৩৯ জন নিরহ মানুষকে গণহত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালি, শহীদদের কবরে ফুলেল শ্রদ্ধা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মুক্তিযোদ্ধারা সহ সর্বস্তরের জনগণ।

সোমবার সকালে বক্তাবলীর লক্ষীনগর এলাকায় এই শোক র‌্যালি,শহীদদের কবরে শ্রদ্ধা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ শওকত আলী, বীরমুক্তিযোদ্ধা এড. নরুল হুদা, ছাত্রলীগ নেতা আহাম্মেদ হৃদয় সহ সর্বস্তরের জনগন।

এসময় নেতবৃন্দ বলেন, মহান মুক্তিযোদ্ধে এই ফতুল্লার বক্তাবলীর ছাত্র, শিক্ষক ও কৃষক সহ ১৩৯ জন নিরহ মানুষকে নির্মমভাবে পাক হানদার হত্যা করছিল। দেশ স্বাধীনের ৫০ বছরেও এখন পর্যন্ত এই শহীদদের জাতীয় স্বীকৃতি দেওয়া হয়নি। তাই বক্তাবলী বাসীর পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই শহীদদের জাতীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানাই।

(এস/এসপি/নভেম্বর ২৯, ২০২১)