স্পোর্টস ডেস্ক : ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির সাবেক ফুটবল গ্রেট জিনেদিন জিদান। বলেছেন, ‘এই বিষয়ে আমার যথেষ্ট আকাঙ্ক্ষা রয়েছে। বর্তমানে আমি একজন কোচ। তাই নিজেকে অনেকবারই প্রশ্ন করেছি যে, কোচ হিসেবেই যখন কাজ করছি তাহলে জাতীয় দলের কোচ হচ্ছি না কেন।’

১৯৯৮ সালে ফ্রান্সকে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ উপহার দিয়েছেন জিদান। ২০০৬ সালে তার কৃতিত্বেই বিশ্বকাপে রানার্স আপ হয়েছে ফ্রান্স। ৪২ বছর বয়সী এই ফরাসি ফুটবল গ্রেট বর্তমানে যুক্ত রয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। রিয়ালের জুনিয়র দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়া গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী রিয়ালের সিনিয়র দলের সহকারী কোচের দায়িত্বও পালন করেছেন।

ফরাসি দৈনিক লা প্রোভেন্সকে দেওয়া এক সাক্ষাতকারে জিদান আরও বলেছেন, ‘আমি বলছি না যে আমি জাতীয় দলের কোচ হব। তবে যেহেতু বর্তমানে কোচিং ক্যারিয়ারে সঙ্গে জড়িয়েছি তাই কোনদিন এমনটা হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে।’

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৭, ২০১৪)