রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটির সদর উপজেলাধীন বন্দুকভাঙ্গায় সন্ত্রাসীদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) শীর্ষ পর্যায়ের নেতা আবিষ্কার চাকমা (৪২) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোর পৌনে ছয়টার দিকে সাংগঠনিক দায়িত্ব পালনকালীন সময়ে প্রতিপক্ষের অতর্কিত সশস্ত্র হামলায় আবিষ্কার চাকমা নিহত হয়।

পুলিশ সূত্রের জানা গেছে নিহতের বাড়ি বাঘাইছড়ির সারোয়াতলী ইউনিয়নের সিজক এলাকায়। মিন্টু চাকমা ছেলে।

আবিষ্কার চাকমা সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির শীর্ষ পর্যায়ের নেতা এবং একাধিক মামলার আসামি বলে স্থানীয় ও নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্রে জানা গেছে। বিষয়টি শুনেই ঘটনাস্থলে কোতয়ালী থানা পুলিশের একটি টিমকে পাঠানো হয়েছে তারা ফিরে আসলে ঘটনার বিস্তারিত জানানো যাবে বলে জানিয়েছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ আরোও বলেন,মূত্যুর সঠিক কারণ নিশ্চিত না হওয়া গেলেও নিজ দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা প্রতিপক্ষের গুলিতে নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

(ওএস/এসপি/নভেম্বর ৩০, ২০২১)