অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ‘অমিক্রন’ সংক্রামনের উদ্বেগজনক খবরের মাঝে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আবারো অবৈধ পারাপার বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে ৪ জন নারী পুরুষকে আটক করেছে বিজিবি। আটককৃতরা ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করার সময় তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেসবিজ্ঞপ্তিতে এখবর জানান।

খবরে বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুরের কানাইডাংগা গ্রামের মোঃ মোজাম্মেল হকের মেহগনি বাগানের মধ্যে ভারত থেকে চার নারী পুরুষ অবৈধ ভাবে প্রবেশ করে অপেক্ষা করছিল। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চরহোগলা বুনিয়া গ্রামের আশরাফ আলী হাওলাদারের ছেলে মোঃ কবির হাওলাদার (৪০), রাজবাড়ী জেলার পাংশা থানার মহিষডাংগা গ্রামের আঃ রহমান মন্ডলের ছেলে মোঃ দিলবার হোসেন (৩৫), যশোর জেলার কোতয়ালী থানার গুরুলিয়া গ্রামের লোকমান মোল্লার মেয়ে মোছাঃ লিজা খাতুন (২৬) ও একই থানার তেজরোল গ্রামের মৃত তফসির মোল্লার মেয়ে মোছাঃ কাজল রেখা (২৮)।

(একে/এএস/নভেম্বর ৩০, ২০২১)