চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকা থেকে ১৭০পিস উন্নতমানের শাড়ি, মাইক্রোবাস ও ভারতীয় দুইজন নাগরিকসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসানের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল সদর উপজেলার কেদারগঞ্জের প্রধান সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো- ভারতের নদীয়া জেলার চাপড়া থানার গেদে গ্রামের সরজিত নাথের ছেলে অমিত নাথ (৩৩), বিজয় ঘোষের ছেলে বিকাশ ঘোষ (৩২), কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার উত্তর কাড্ডা গ্রামের দিলিপ গাঙ্গুলির ছেলে দীপক গাঙ্গুলি (৩২)। তাদের সঙ্গে ১৭০পিস ভারতীয় উন্নতমানের শাড়ি ও একটি মাইক্রোবাসও আটক করা হয়।

এছাড়া, দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের মগরব খানের ছেলে জয়নাল (৪৫), তার স্ত্রী বুলবুলি খাতুন (৩৫), সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামের রবিউল ইসলামের ছেলে আব্দুস সাত্তার (৪৩), আলমডাঙ্গা উপজেলার জিয়ালা গ্রামের কুদরত মণ্ডলের ছেলে দেলোয়ার হোসেনকে (২৭) আটক করা হয়।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৭, ২০১৪)