স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেই মিলেছিল সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে আইসিসির সন্দেহের খবর। তাই টি-২০ সিরিজের পর টেস্ট না খেলেই ঢাকায় ফিরতে হয়েছিল এই অফস্পিনারকে। সোহাগের সব ধরনের বোলিংকেই অবৈধ বোলিং হিসেবে সন্দেহ প্রকাশ করেছিল আইসিসি। দেশে ফিরে দিন পনেরোর মতো কাজ করেছেন তিনি। শেষ কয়েকদিন অবশ্য কাজ করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে।

আইসিসির সামনে সোহাগের বোলিং অ্যাকশন পরীক্ষার দিনক্ষণও ঘনিয়ে এসেছে। আজ রাতেই ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন ডানহাতি এই স্পিনার। কার্ডিফে ১৯ সেপ্টেম্বর বোলিং অ্যাকশনের পরীক্ষায় অংশ নেবেন সোহাগ। গতকাল এমনটাই জানিয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার। উল্লেখ্য, চলতি মাসেই অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের অফস্পিনার সাঈদ আজমল।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৭, ২০১৪)