বিনোদন ডেস্ক : মোশাররফ করিমকে নানা চরিত্রেই দেখেছেন দর্শক। গত দুই ঈদে চ্যানেল বাংলাভিশনে তাকে দুটি বিশেষ নাটকে অভিনয় করতে দেখা গেছে। ‘সেই রকম চাখোর’ নাটকে দেখা গেছে দিনে ৫০-৬০ কাপ চা পান করেন মোশাররফ করিম। আর গত ঈদে প্রচারিত ‘সেই রকম ঝালখোর’ নাটকে প্রেমের জন্য তাকে দেড়শটি মরিচ খাওয়ার চ্যালেঞ্জ নিতে দেখা গেছে। মোশাররফ করিমকে এবার দেখা যাবে পানখোরের ভূমিকায়।

আগের দুটি নাটকের নতুন কিস্তি হিসেবে আগামী কোরবানির ঈদে প্রচার হবে ‘সেই রকম পানখোর’ নাটকটি। এবারের নাটকটিও লিখেছেন আশরাফুল চনচল, পরিচালনা করবেন মারুফ মিঠু। এবারের নাটকে মাত্রাতিরিক্ত পরিমাণে পান খেতে দেখা যাবে মোশাররফ করিমকে। এ নিয়ে পরিবারে তাকে নিয়ে ঝামেলার অন্ত থাকবে না। স্ত্রীর সঙ্গে বিবাদ লেগেই থাকবে। নাটকটিতে তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন নাদিয়া।
আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর পুবাইলে নাটকটির দৃশ্যধারণ হবে। নাটকটি আগামী কোরবানির ঈদে প্রচার হবে বাংলাভিশনে। মারুফ মিঠু বলেন, ‘নাটকটির দর্শকপ্রিয়তার কথা ভেবে চ্যানেল কর্তৃপক্ষ তৃতীয় কিস্তি নির্মাণের জন্য বলেছে। দর্শকরা ব্যক্তিগতভাবে আমাকেও বলছে। তাই মোশাররফ করিমকে এবার পানখোর বানাচ্ছি।’

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৭, ২০১৪)