বিনোদন ডেস্ক : ‘শিশুর জীবন হোক স্বপ্নময়,/ ওরা বড় অসহায়-/ ধুলোর মাঝে কাটছে জীবন;/ ধুলোয় জীবন পার।/ চায়ের দোকান নয়,/ নয় কোন পথের ধার;/ হাতে নয় হাতুরি,/ নয় পিঠে ময়লার জার’-- এমন সুন্দর কথাগুলো সবার হৃদয়ে সাড়া ফেলবে।

এমন গানটির গীতিকার ও সুরকার এম এ রশিদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী শেঁউতি শাহগুফতা নম্রতা ও সাজ্জাদ কবির।

এর সংগীত পরিচালনা করেছেন সাজ্জাদ কবির। গানটির অডিও মুক্তি পেয়েছে। কিছুদিনের মধ্যে গানটির ভিডিও নির্মাণ শুরু হবে।

এম এ রশিদ বলেন, ‘গানটির মাধ্যমে শিশুর বাসস্থান, নিরাপত্তা, খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এমনকি সুবিধাবঞ্চিত শিশুর সচেতনতা বাড়াতে সামাজিক দায়িত্ববোধ ও ভালোবাসার আহ্বান জানানো হয়েছে।’

এম এ রশিদ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভিডিও সম্পাদক হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি লেখালেখি করেন। ভিডিও সম্পাদনা নিয়ে তার লেখা সাড়া ফেলেছে বেকারদের মাঝে।

তিনি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়েও লেখালেখি করেন। তারই ধারাবাহিকতায় সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে এবার গান লিখেছেন।

(ওএস/এএস/ডিসেম্বর ০১, ২০২১)