স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার চূড়ান্ত রায়ে আমৃত্যু কারাদণ্ডের দেন আপিল বিভাগ। আইনমন্ত্রী আনিসুল হক এ রায়ের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা নিয়ে রায় মেনে নিয়েছি কিন্তু এই রায়ে মানসিক কষ্ট পেয়েছি।’

গণজাগরণ মঞ্চের অভিযোগ জামায়াতের সঙ্গে সরকারের আঁতাতের কারণে দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে আপিল বিভাগ রায় দিয়েছে-এ অভিযোগকে আমলে নেননি তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, ‘ট্রাইব্যুনালে আরও কিছু রায় বাকি আছে। সে রায়গুলোর নিষ্পত্তি হলে প্রসিকিউশনে কিছু পরিবর্তন আনা হতে পারে।’

প্রসঙ্গত, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ বুধবার সকাল ১০টা ৫ মিনিটে এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৭, ২০১৪)