কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ২১০টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসবের আয়োজন চলছে। এর মধ্যে কুষ্টিয়া সদরে ৬৬টি, খোকসায় ৫৫টি, কুমারখালীতে ৫১টি, মিরপুরে ২১টি ও দৌলতপুরে ১০টি পূজা অনুষ্ঠিত হবে।

শহরের বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে, ইতিমধ্যে অধিকাংশ মন্ডপে প্রতীমা তৈরীর প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে রং ও তুলির কাজ। আগামী সপ্তাহের দিকে এসব কাজ শুরু হবে বলে জানা গেছে।

প্রতীমা তৈরীর শিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন। বাঁশ, কাঁঠ দিয়ে কাঠামো তৈরী করে খর বা বিছালী দিয়ে মূর্তী আকৃতি তৈরী করেছেন।

এরপর কাঁদা-মাটির প্রলেপ দেয়া হয়েছে। এদিকে জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এ্যাডঃ অনুপ কুমার নন্দী জানান, দূর্গা পূজার দুটি দিক রয়েছে। একটি পূজা আর অন্যটি উৎসব। পূজা করে যারা দেবীর নামে উপবাস থেকে অঞ্জলী প্রদান করেন তারা। আর উৎসব পালন করে সকল বাঙালী। এখানে কোন জাতি-ভেদ নেই। হিন্দু-মুসলমান সবাই উৎসব পালন করে। দূর্গোৎসবের দিনগুলো সকল দুঃখ কষ্ট ভুলে সবাই উৎসব-আমেজে মেতে উঠবে বলে আশা করি।

(কেকে/এইচআর/সেপ্টেম্বর ১৭, ২০১৪)