এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম পরাজিত চেয়ারম্যান প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেছেন। নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম নারুয়া ইউনিয়ন আওয়ামিলীগের একাধিক বারের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত (নৌকা) চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ইউনিয়ন আওয়ামিলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়নের চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থীদের সাথে গিয়ে দেখা করেন। এ সময় তিনি পরাজিত প্রার্থীদের ফুলের মালা পড়িয়ে দেন। তিনি সবার সহযোগিতা কামনা করেন নারুয়া ইউনিয়ন থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত করে একটি মডেল ইউনিয়নে গড়ে তুলতে।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের নারুয়া ইউনিয়ন থেকে মোঃ জহুরুল ইসলাম প্রতিদ্বন্দী প্রার্থীর চেয়ে ১৫৭৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত (সতন্ত্র) মোঃ আব্দুল ওহাব মন্ডল (মোটরসাইকেল) ৪৮১৮ ভোট পান। এছাড়াও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ (আনারস) ২৮৮১ ভোট, একেএম কবিরুজ্জামান (ঘোড়া) ১৭৬৯ভোট ও স্বতন্ত্র একেএম আতাউর রহমান (চশমা) ৩৪ ভোট পান।

নারুয়া ইউনিয়নে মোট ২১ হাজার ১৪২ জন ভোটারের মধ্যে ১৬ হাজার ১৪৩ জন ভোট প্রদান করেন। তবে এতে অবৈধ ভোট পরে ২২৪ টি।

(একে/এএস/ডিসেম্বর ০২, ২০২১)