রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) : বর্ণাঢ্য র‍্যালি, আলােচনা সভাসহ নানা আয়োজনে রাঙামাটি কাপ্তাই পালিত হলো পার্বত্য শান্তিচুক্তির ২৪তম বর্ষপূর্তি।

বৃহস্পতিবার সকাল ৯টায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের রিসিপশন গেইট হতে শুরু হওয়া র‍্যালিটি কাপ্তাই নতুনবাজার, লগগেইট প্রদক্ষিণ করে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এসে শেষ হয়।

র‍্যালীতে কমান্ডোর এম মনির উদ্দিন মল্লিক বলেন, পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতিতে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর আওয়ামী লীগ সরকার পার্বত্য চুক্তি করে। এ চুক্তির অধিকাংশ ধারা ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী ও সরকারের প্রচেষ্টা অব্যহত রয়েছে।

সে সময় উপস্থিত ছিলেন, ডিজিএফআই, কাপ্তাই শাখার অধিনায়ক লেঃ কর্ণেল আলী আক্কাছ,কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আনোয়ার জাহিদ, পিএসসি, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, পিডিবির ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, বিএসপিআই এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ সহ পদস্ত সামরিক, বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান, শিক্ষা প্রতিষ্ঠান সমুহের শিক্ষক শিক্ষার্থী এবং নানা শ্রেণীপেশার লোকজন অংশ নেন।

(আরএম/এএস/ডিসেম্বর ০২, ২০২১)