প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজের বিশ্বখ্যাত হার্ভার্ড স্কোয়ারে নিউ ইংল্যান্ড (বোষ্টন) বিএনপি অঙ্গসংগঠনের নেতারা চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। আগামী শনিবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন বলে নিউ ইংল্যান্ড (বোষ্টন) বিএনপির সূত্রে জানা গেছে। খবর বাংলা প্রেস।

যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের ছয় অঙ্গরাজ্যের বিএনপির নেতাকর্মিরা উক্ত বিক্ষোভ সমাবেশে যোগ দেবেন বলেন জানিয়েছেন স্থানীয় নেতারা। তারা উক্ত সমাবেশ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন বাঁচাতে সুষ্ঠ চিকিৎসার জন্য তাঁকে জরুরি ভিত্তিতে বিদেশে পাঠানোর জোর দাবি জানাবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নানাবিধ জটিল রোগে তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণের জায়গায় চলে এসেছেন। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে দেশ ও বিদেশের কর্মসূচির অংশ হিসেবে নিউ ইংল্যান্ড (বোষ্টন) বিএনপির নেতাকর্মিরা এ সমাবেশের আয়োজন করেছেন।

(বিপি/এসপি/ডিসেম্বর ০৩, ২০২১)