এম এ হীরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ড এর জুরান মোল্লার পাড়া এলাকায় বালিকা উচ্চ বিদ্যালয় এর পিছনে, এলাকা বাসীর সবার সম্মতিক্রমে "বাইতুল জান্নাত জামে মসজিদ" নামে নতুন মসজিদ তৈরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মসজিদের জমি দাতা আব্দুস সাত্তার মৃধা। শুক্রবার বাদ জুম্মা নতুন মসজিদ নির্মাণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সিকদার,বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ মাস্টার সহ এলাকার প্রায় শতাধিক বাসিন্দা।

জানা যায়, আব্দুস সাত্তার নির্ধারণকৃত ৫ শতাংশ জমির উপরে প্রথমে ছাপড়া ঘর নির্মাণ করে মসজিদ করা হবে। আরো জানা যায় মসজিদের ঘরের মেঝে পাকা ও অজুখানা পাকা এবং অন্যান্য কাজ করে দেবেন সাঈদ মাস্টার। মসজিদ তৈরিতে চালের টিন দিবেন বিশিষ্ট ব্যবসায়ী ইমরান। এবং চতুর্পাশে বেড়া দেয়ার জন্য টিন দেবেন অন্য এক ব্যবসায়ী। এ সময় মসজিদ নির্মাণ কাজে ২৫ হাজার টাকা উপহার দেন পৌরসভার প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক। আরও দেখা যায় এলাকাবাসীর অনেকেই ২ হাজার থেকে ৫ হাজার ও ১০হাজার টাকা অনুদান দেয়। মসজিদ নির্মাণের অন্যতম উদ্যোক্তা হলেন শাহীন মৃধা, সাঈদ, রনি মন্ডল, শামসুল হক প্রমুখ।

আলোচনা সভা শেষে মসজিদ নির্মাণের জায়গা ও এলাকাবাসীর দান যেন আল্লাহর দরবারে কবুল হয় সে জন্য বিশেষ মোনাজাত করেন ক্বারি আব্দুল হামিদ। মোনাজাত শেষে তাবারকের ব্যবস্থা করা হয়।

(এইচ/এসপি/ডিসেম্বর ০৩, ২০২১)