দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের পদ্মা অঞ্চলের খেলায় শুভ সূচনা করেছে স্বাগতিক ফরিদপুর জেলা দল।

আজ শুক্রবার ৩রা ডিসেম্বর শেখ জামাল স্টেডিয়াম এ তারা প্রতিপক্ষ মাদারীপুর জেলা দলকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টের শুভ সূচনা করে।

আক্রমণ প্রতিআক্রমণ এর মধ্যে দিয়ে খেলা অনুষ্ঠিত হলেও প্রথমার্ধে তাতে কোনো গোল আসেনি । ফলে প্রথমার্ধের খেলা টি গোল শূন্য ব্যবধানে শেষ হয়।

খেলার দ্বিতীয়ার্ধে উভয় দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে, এরই ফলশ্রুতিতে ফরিদপুর জেলা দলের পক্ষে ২২ মিনিটে আরমান একমাত্র গোল করলে ঐ গোলের ব্যবধানে ম্যাচে জয়লাভ করে ফরিদপুর জেলা দল।

এর আগে প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম সেবা। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক।

এ প্রতিযোগিতার পরবর্তী ম্যাচ ৬ ডিসেম্বর একই মাঠে অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন রেফারি সাজ্জাদ হোসেন, সহকারি রেফারি শাকিল মিয়া ও জাহিদ হাসান । চতুর্থ রেফারি সজীব মোল্লা।

(ডিসি/এসপি/ডিসেম্বর ০৩, ২০২১)