সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের যমুনা নদীতে বালু মহালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রপের গোলাগুলি ও সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে ৩জন। বুধবার সকাল ৭টার দিকে সদর উপজেলা কাওয়াখোলা ইউনিয়ন ও টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের সীমান্তবর্তী যমুনা নদীর চর দোররা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকাল ৭টার দিকে চর দোররা এলাকায় দুটি গ্রপে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় বালু শ্রমিক আব্দুল কদ্দুস নিহত হয়। আব্দুল কুদ্দুসের (২৮) বাড়ি ভুঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল গ্রামে। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম দুপুর ১টার দিকে বলেন, ঘটনা শোনার পরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পৌছার পরে বিস্তারিত বলা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌছায়নি।

(এসএস/এএস/সেপ্টেম্বর ১৭, ২০১৪)