ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী শহরের আলো জেনারেল হাসপাতালে ভূমিষ্ঠ হলো এক দেহ, তিন পা, চার হাত, দুই মাথাওয়ালা শিশু। তবে শিশুটি নির্দিষ্ট সময়ের আগেই ভূমিষ্ঠ হওয়ার ১০ মিনিটের মধ্যেই মৃত্যু হয়৷

শনিবার বিকেলে ঈশ্বরদী শহরের বেসরকারি আলো জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে । আলো জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মাসুমা আনজুম ডানা বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, নাটোর জেলার লালপুর উপজেলার দূর্গাপুর গ্রামের রবি হোসেনের স্ত্রী আছিয়া বেগমের প্রসবের নির্ধারিত তারিখের ৫০ দিন পূর্বেই শিশুটির জন্ম হয়৷ এটি ছিল রবি হোসেনের ও আছিয়া বেগমের তৃতীয় সন্তান । সন্তানটিকে সফলভাবে প্রসব করানো সম্ভব হওয়ায় গৃহবধু আছিয়া বেগমকে বাঁচানো সম্ভব হয়েছে বলে আলো জেনারেল হাসপাতালের স্বত্তাধিকারী ডাক্তার শামীম সাংবাদিকদের জানিয়েছেন।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ০৪, ২০২১)