স্টাফ রিপোর্টার : দেলাওয়ার হোসাইন সাইদীর আমৃত্যু কারাদণ্ড প্রদানের সিদ্ধান্তে দেশবাসীকে হতাশ ও ক্ষুব্ধ করেছে।

বুধবার এ সংক্রান্ত রায় ঘোষণার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) নেতৃবৃন্দ এই প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ইতিহাসের দায়, ন্যায়বিচার ও ভয়ঙ্কর খুনী ও যুদ্ধাপরাধী সাইদীর জন্য কেবলমাত্র মৃত্যুদণ্ডই দাবি করে, তার চেয়ে কম কিছু নয়।

পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ যৌথ বিবৃতিতে বলেন,“ দেলোয়ার হোসেন সাইদীর মৃত্যুদণ্ডাদেশ রহিত করে তাকে যাবজ্জ্বীবন কারাদন্ড প্রদান আমাদেরকে হতাশ ও ক্ষুব্ধ করেছে”।

সিপিবি নেতৃবৃন্দ যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে, সাম্প্রদায়িকতাকে পরাভূত করতে ও মুক্তিযুদ্ধের চেতনা-ধারায় বাংলাদেশকে এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের ধারায় নতুন গণজাগরণ সৃষ্টি করে মুক্তিযুদ্ধের নতুন পর্ব সংগঠিত করার আহবান জানান।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধ মামলায় সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১৭, ২০১৪)