বাবার ইচ্ছে পূরণ করতেই হেলিকপ্টারে বউ আনলেন রাসেল মিয়া

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলে বাবার ইচ্ছেপূরণ করতে হেলিকপ্টারে বাড়িতে বউ নিয়ে হাজির রাসেল মিয়া। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। রবিবার (৫ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের ভালুকা থেকে নববধূকে নিয়ে নিজ বাড়ী সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের বাউসাইদ গ্রামে আসেন। হেলিকপ্টারে বিয়েতে বরের বাড়িসহ এলাকায় চলছে আনন্দ উৎসব।
স্থানীয়রা বলেন, হেলিকপ্টারে করে বউ আনে এটা প্রথম দেখলাম। রাসেল এলাকায় দৃষ্টান্ত স্থাপন করল।
পরিবার সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ছেলে রাসেল মিয়ার সঙ্গে ময়মনসিংহের মেয়ে মিতু আক্তারের সাথে আড়াই মাস আগে বিয়ে রেজিস্ট্রি হয় । রবিবার কনে তুলে আনার দিন পূর্বনির্ধারিত ছিল। বরযাত্রীরা সড়ক পথে কনে বাড়ি গেলেও বর যান হেলিকপ্টারে চড়ে। প্রত্যন্ত গ্রামে হেলিকপ্টারে বর আসাকে কেন্দ্র করে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ।
নববধূ মিতু আক্তার বলেন, আমি কখনও কল্পনাও করিনি আমার বর আমাকে হেলিকপ্টারে করে তার বাড়িতে নিয়ে যাবে। এতে আমি খুব খুশি।
বর রাসেল মিয়া বলেন, বাবার ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টারটি ভাড়া করা হয়। টাঙ্গাইল থেকে রওনা দিয়ে ময়মনসিংহের বাটাজোর থেকে নববধূকে নিয়ে ফিরে এসেছি।
স্থানীয় ইউপি সদস্য মো. মুসা দেওয়ান বলেন, হেলিকপ্টারে চড়ে এই বিয়েকে কেন্দ্র করে আমাদের গ্রামে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বড় বড় অনুষ্ঠানেও এতো লোকজন আসে না।
(এসআইএম/এএস/ডিসেম্বর ০৫, ২০২১)