মদন (নেত্রকোণা) প্রতিনিধি : মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজে সিনিয়র জুনিয়র নিয়ে দুই ছাত্রের তর্কবিতর্কের জের ধরে মঙ্গলবার রাতে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন বাচ্চু মিয়ার বাসার সামনে মদন-নেত্রকোণা সড়কে দু’পক্ষের সংঘর্ষে কলেজ ছাত্রসহ ১১জন আহত হয়েছে। আহতদেরকে খুর দিয়ে এলোপাথাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে।

আহত আকাইদ সৌরভ, জুবায়েদ তালুকদার, কবির, জুয়েল, মোহম্মদ আলী, মিন্টু, আকাবুলকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরপক্ষের লায়ন, মতিন, আরিফ ও সোহেলকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তাদের অভিভাবক তোতা মিয়া জানান।

এলাকাবাসীসূত্রে জানা যায়, মদন সরকারি ডিগ্রি কলেজের এইচ,এস,সি ২য় বর্ষের ছাত্র আকাইদ সৌরভের সাথে ১ম বর্ষের ছাত্র আরিফের সিনিয়র জুনিয়র নিয়ে তর্কবিতর্ক হয়। এরই জের ধরে মঙ্গলবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ব্যাপারে মদন থানার ওসি এস,এম মফিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আকাইদ সৌরভের পিতা উছমান গনি বাদী হয়ে ১৩জনকে আসামী করে বুধবার মদন থানায় একটি অভিযোগ দায়ের করেন। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। এ নিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

(এএমএ/এএস/সেপ্টেম্বর ১৭, ২০১৪)