আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাগরে নিম্নচাপের কারণে বরিশালের আগৈলঝাড়ায় গত দুই দিন যাবৎ দিন যাবত সমাত তালে বৃষ্টি হচ্ছে। 

হিমেল হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে খেটে খাওয়া শ্রজীবি লোকজন পড়েছে চরম বিপাকে। অন্যদিকে বোরো মৌসুমে চাষের জন্য ২৫ একরের বীজ তলায় পানি হওয়ায় বীজ নস্ট হবার পথে। সেচ দিয়ে বীজতলা রক্ষার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেণ চাষিরা। বৃষ্টিতে উপজেলার বেশিরভাগ রাস্তাঘাট ছিল ফাঁকা। তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কমেছে।

বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকে সোমবার দুপুর পর্যন্ত ১১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। যার কারনে রোববার থেকে টানা গুঁড়িগুঁড়ি ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। নদ নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই ফুট বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি এবং বাতাসের কারনে বেড়েছে শীত। বৃষ্টির কারনে অনেক পান বরজেরও ব্যাপক ক্ষতি হয়েছে। নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কারন তারা বৃষ্টির কারনে ঘর থেকে বের হতে পারেনি।

(টিবি/এসপি/ডিসেম্বর ০৬, ২০২১)