রাজন্য রুহানি, জামালপুর : দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড এবং যুব মহিলা লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে জামালপুর যুব মহিলা লীগের সহ সম্পাদক আরফা মাহমুদ লীনাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) রাতে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো জেলা যুব মহিলা লীগের দপ্তর সম্পাদক শারমিন আক্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে আরফা মাহমুদ লীনার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, ইসলামপুরের গাইবান্ধা ইউপি নির্বাচনে আমার চাচাতো ভাই মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমি তার নির্বাচনী এজেন্ট ছিলাম। নির্বাচনে অন্য প্রার্থীর পক্ষে জালভোট দেওয়ার সময় প্রতিবাদ করলে আমার সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার জেরে আমাকে কোনো কারণ দর্শানো ছাড়াই সাময়িক বহিষ্কারের পত্র পাঠানো হয়।

যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা জানান, সহ সম্পাদক আরফা মাহমুদ লীনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই বৃহস্পতিবার (২ ডিসেম্বর) যুব মহিলা লীগের এক সভায় তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কারের কারণ দলীয় এক পত্রে তাকে জানানো হয়েছে।

(আরআর/এএস/ডিসেম্বর ০৬, ২০২১)