বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু’সহ সাত দফা দাবিতে মিছিল-সমাবেশ করেছে পাহাড়ী শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে প্রেসক্লাবের সামনে বান্দরবান পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ব্যানারে শিক্ষার্থীরা এই কর্মসূচী পালন করেন। জেলা পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) সভাপতি মস্তু মারমার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পাহাড়ী ছাত্র পরিষদ সহ-সভাপতি নিত্যলাল চাকমা,পিসিপি বান্দরবান কলেজ শাখা সভাপতি উটিং হ্লা মারমা, শিক্ষার্থী অজিত তঞ্চঙ্গ্যা, সুজয় চাকমা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,পাহাড়ী জনগোষ্ঠীর শিক্ষার অধিকার নিশ্চিত করতে সাত দফা দাবী পূরণ করতে হবে। দাবীগুলো হচ্ছে-মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করা। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাহাড়ী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত কোটা বৃদ্ধি করাসহ পাহাড়ী অধ্যূষিত জেলাগুলোতে শিক্ষা প্রসারে উদ্যোগ গ্রহণ এবং প্রাতিষ্ঠানিক অবকাঠামো নির্মাণ, সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানান।

পাশাপাশি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন পূর্বক শিক্ষাক্ষেত্রে পাহাড়ী সমাজ ব্যবস্থাকে পাঠ্যপুস্তকে পাহাড়ী সাহিত্য,সংস্কৃতি,রুপকথা,ঐতিহ্যসমূহ অন্তূভূক্তি করারও দাবী জানান শিক্ষার্থীরা। এ ছাড়াও পার্বত্য শান্তি চুক্তি যথাযথ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পার্বত্যাঞ্চলে বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের সকল কার্যক্রম স্থগিত করাসহ পার্বত্য শান্তি চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশের আগে পাহাড়ী শিক্ষার্থীরা মধ্যমপাড়ার জেএসএস কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

(এফএবি/এএস/সেপ্টেম্বর ১৭, ২০১৪)