বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইবোনের ধস্তাধস্তিতে কাপড় কাটা কাচির আঘাতে তানভীর মাহমুদ (১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তানভীরের মৃত্যু হয়।

মঙ্গলবার বিকালে শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের আলতাফ মাহমুদের বাড়িতে এই ঘটনা ঘটে। বুধবার সকালে তানভীরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

নিহত তানভীর মাহমুদ রাজাপুর গ্রামের আলতাফ মাহমুদের ছেলে এবং রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। তন্নী আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

নিহতের মা সুরমা বেগম বলেন, মঙ্গলবার বিকালে আমার দুই ছেলেমেয়ে স্কুল ছুটি শেষে বাড়িতে ফিরে ভাত খেতে বসে। এসময় আমার বড় মেয়ে তন্নিকে দুটি ডিম দেয়ায় ছেলে তানভীর ক্ষুব্দ হয় এবং দুজনে বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দু’জনের ধস্তাধস্তি করতে করতে তানভীরের হাতে থাকা কাচি হঠাৎ নিজের পেটে বাম দিকে আঘাত লাগে। এতে তানভীর গুরুতর আহত হলে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। রাতে তানভীরের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।

শরণখোলা থানার ওসি কাজী মোহম্মদ সালেক বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইবোন ধস্তাধস্তি করতে গিয়ে তানভীরের পেটের বাম পাশে কাচির আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণে তানভীরের মৃত্যু হয়েছে।

(একে/এএস/সেপ্টেম্বর ১৭, ২০১৪)