দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে ৩ দিনব্যাপী মুক্তিযোদ্ধার স্মৃতিকথা অনুষ্ঠান মঙ্গলবার ৭ ডিসেম্বর রাতে শেষ হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শেষদিনের এ কর্মসূচি পালন করা হয়।

শেষদিনে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা সাবেক পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত) নূর মোহাম্মদ মোল্লা বিপিএম। তিনি মহান মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে দর্শকদের সামনে খোলামেলা আলোচনা করেন। পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান বিপিএম-সেবা এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন এসআই কাজী রিপন হোসেন। উল্লেখ করা যেতে পারে ব্যতিক্রমধর্মী এ আয়োজনে দর্শকদের প্রচন্ড আগ্রহ দেখা যায় এবং দর্শকেরা যুদ্ধকালীন সময়ে বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন রকম কার্যক্রম অত্যন্ত উৎসাহের সাথে গ্রহণ করেন। অনুষ্ঠানে তাঁকে সম্মাননা এবং উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান বিপিএম সেবা।

(ডিসি/এসপি/ডিসেম্বর ০৮, ২০২১)