নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় অবৈধভাবে পাখি শিকারের অভিযোগে ৫ শিকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো সিংড়া উপজেলার পাঁচটিকা গ্রামের জাহেদুল ইসলাম (২২), হারুন (২১), হাতিয়ান্দহ গ্রামের আজিজুল (৩৮), ওয়াসিম (২০) ও  বড়াইগ্রামের আশকার (৩২)।

পুলিশ জানান, বুধবার সকাল তেকে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় কর্মকর্তা মোল্লা রেজাউল করিমের নেতৃত্বে স্থানীয় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহয়তায় একটি দল বিলের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানকালে নাটোর-বগুড়া মহাসড়ক সংলগ্ন বন্দর বাজার, সাতমাইল, ও সিংড়া মাছের আড়ত এলাকা থেকে ৫ পাখি শিকারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২৮টি পাখি ও পাখি শিকারের সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে দুপুরে পাখিগুলো সিংড়া কোর্ট মাঠে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক আখতারুজ্জামান, সহ-সভাপতি ড. হেলাল উদ্দিন মৃধা ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম প্রচার সম্পাদক মোহসিন আলম, বন্যপ্রাণী গবেষণা কর্মকর্তা আশরাফুল ইসলাম সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইসাহক আহমেদ প্রমূখ।

পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

(এমআর/এএস/সেপ্টেম্বর ১৭, ২০১৪)