নওগাঁ প্রতিনিধি : বুধবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ শহরের আনন্দবাজার গীতাঞ্জলী শপিং কমপ্লেক্সে ৪ দিনব্যাপি আয়কর মেলার উদ্বোধন করা হয়। স্থানীয় আয়কর বিভাগ নওগাঁ এই আয়কর মেলার আয়োজন করে। নওগাঁ জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট একেএম ফজলে রাব্বী বকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আয়কর বিভাগ নওগাঁর সহকারী কর কমিশনার এনামুল কবিরের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁর জেলা প্রশাসক মো. এনামুল হক, পুলিশ সুপার মো. কাইয়ুমুজ্জামান খান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক আব্দুল খালেক এবং এ্যাডভোকেট সালাহ উদ্দিন মিন্টু বক্তব্য রাখেন। মেলায় নওগাঁ কর বিভাগের ৩টি সার্কেলের ৩টি ষ্টল প্রদান করা হয়েছে।

সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একটি ষ্টলে সরাসরি কর গ্রহন করা হচ্ছে। উদ্বোধনী দিনে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোট ১৬৭ জন করদাতা ৬ লাখ ৪২ হাজার টাকা কর প্রদান করেন।

(বিএম/এএস/সেপ্টেম্বর ১৭, ২০১৪)