কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় গৃহবধূ মালেকা হত্যার প্রধান আসামী স্বামী জামাল হোসেনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। বুধবার ভোরে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

বুধবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানোর পর ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার ঘটনা স্বীকার করে জামাল হোসেন। ঘাতক জামাল হোসেন চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের সিরাজুল ইসলাম এর ছেলে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) গোলাম মোর্সেদ জানান, গৃহবধূ মালেকা বেগমকে হত্যার পর আত্মগোপন করে স্বামী জামাল হোসেন। হত্যাকান্ডের মাত্র তিন দিনের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানা পুলিশ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে। স্বামী জামাল হোসেন মালেকা বেগমকে গলাটিপে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার ছায়কোট গ্রামে এক সন্তানের জননী মালেকা বেগম (২২)কে গলাটিপে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখে তার স্বামী রিক্সা চালক জামাল হোসেন।

(এইচকেজে/এটিআর/সেপ্টেম্বর ১৭, ২০১৪)