কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাহিরের শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি ও উপাচার্য বরাবর স্বারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাঁঠালতলায় মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা । পরে একই দাবিতে উপাচার্য বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

স্বারকলিপিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রমাগত বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা বিভিন্ন হামলার শিকার হচ্ছে বলে উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাহিরের শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানানো হয়।

এ ব্যাপারে কুবি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আইনুল হক বলেন, শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্বারকলিপি দিয়েছে। আমরা বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নিয়েছি। পুলিশ প্রশাসনের সহায়তায় খুব দ্রুত আমরা ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের কোন শিক্ষার্থী এসব ঘটনার সাথে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

(এইচকেজে/এটিআর/সেপ্টেম্বর ১৭, ২০১৪)