রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) : রাঙামাটি কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউশন (বিএসপিআই) এর উদ্যোগে উদ্বোধন হলো কারিগরি প্রতিভা মেলা অনুষ্ঠান। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা দিকে বিএসপিআই কারিগরি প্রতিভা মেলা অনুষ্ঠিত হয়। বিএসপিআই এর অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার এর সভাপতিত্বে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রধান অতিথি উপস্থিত থেকে উক্ত মেলা উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুঁথিগত বিদ্যার বাহিরে কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী কারিগরি শিক্ষায় গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন এবং অবদান রাখতে পারবে। তিনি আরোও বলেন, সরকার কারিগরি শিক্ষাকে প্রসারের লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ চলমান রয়েছে।

বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণকে জনপ্রিয় করার জন্য, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে স্কিলস - ২০২১, প্রকল্প আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং মার্কেটিং এজেন্সি এশিয়াটিক ইএক্সপি এর কারিগরি সহযোগিতা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে জনসচেতনতা মূলক কর্মসূচির অংশ হিসেবে ৭ টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম প্রর্দশন করা হয়।

তিনি আরোও জানান, সেই সাথে স্টলে সাক্ষাৎকারের মাধ্যমে চাকরির লাভের সুযোগ তৈরি করা দেওয়া হয়েছে।

এর আগে মেলা আগত অতিথিরা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং স্টল সমুহ ও বিএসপিআই এর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। অতিথিরা বিএসপিআই প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি চেম্বার অ্যান্ড কর্মাস এর সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন, আইএলও এর প্রোগাম ম্যানেজার আনিসুজ্জামান, বিএফআইডিসির ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার প্রমুখ।

(আরএম/এএস/ডিসেম্বর ০৯, ২০২১)