অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হলেন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ফুলহরি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জামিনুর রহমান বিপুল।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে শৈলকূপা উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় মনোনয়ন পত্র জমা দিয়ে নিজ ইউনিয়ন কার্যালয়ে ফেরার পর দলীয় নেতাকর্মীরা দুই সহস্রাধিক মোটরসাইকেল, অটোরিকশা ও অটোভ্যান হাজির হয়। চেয়ারম্যান জামিনুর রহমান বিপুলকে নৌকা প্রতীক পাওয়ায় তারা তাকে অভিনন্দন জানান। পরে দুই সহস্রাধিক মোটরসাইকেল ও অটোযোগে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এসে পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাটু, ইউনিয়ন লীগের সহ-সভাপতি হরেন্দ্রনাথ বিশ্বাস,যুগ্ম-সাসাসসাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ ফজের আলী, প্যানেল চেয়ারম্যান মোজাম মণ্ডলসহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল বলেন,গত পাচ বছর অবহেলিত ফুলহরি ইউনিয়নকে একটা মডেল ইউনিয়নে রুপান্তরিত করেছি। যার ফলশ্রুতিতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আগামীতে ফুলহরি ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন।

(একে/এএস/ডিসেম্বর ০৯, ২০২১)