মাজহারুল হক লিপু, মাগুরা : মাগুরায় এবার জেলায় ১ লক্ষ ২১ হাজার ২৯৩ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকেলে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান জানান, এ ক্যাম্পেইনে ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল ও ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এবার জেলায় পৌরসভাসহ ৪ উপজেলায় ১ লক্ষ ২১ হাজার ২৯৩ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইনে জেলায় ৯৩৯ টি কেন্দ্রে ২১২ জন স্বাস্থ্যকর্মী ও ১ হাজার ৮৭৮ জন স্বেচ্ছাসেবক কাজ করবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার আমিনুল ইসলাম শাওন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, ডাক্তার অন্তরা বিশ্বাস ও ডাক্তার নাহিদা ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার ৪০ জন সাংবাদিকবৃন্দ অংশ নেন।

(এম/এসপি/ডিসেম্বর ১০, ২০২১)