দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় ভ্যানচালক আহত হয়েছেন। উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই হিমাদ্রী কোল্ড স্টোরেজের সামনে শুক্রবার রাত সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার গড়েয়া হাট চন্ডিপুর গ্রামের গরু ব্যবসায়ী বাচ্চু মিয়া (৫০) ও উপজেলার ভোগনগর ইউনিয়নের ধূলাউড়ি গ্রামের কফিনের ছেলে আব্দুল বাসেদ (৬০)। এছাড়া গুরুতর আহত ভ্যানচালক একই গ্রামের মনির হোসেনের ছেলে আলতাফুর (৩০) আহতাবস্থায় বীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত একটি ভ্যান যাত্রী নিয়ে বীরগঞ্জ শহরে যাচ্ছিল। মহাসড়কে হিমাদ্রী কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই বাচ্চু মিয়া মারা যান।

স্থানীয়রা আব্দুল বাসেদ ও আলতাফুরকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আব্দুল বাসেদকে মৃত ঘোষণা করেন।

দশমাইল হাইওয়ে পুলিশ স্টেশনের এসআই সফিউল ইসলাম জানান, মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পিয়াল এন্টারপ্রাইজের মালবাহী ঘাতক ট্রাকটি (যশোর ট-১১-৫০৩৮) আটক করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে দশমাইল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(ওএস/এএস/ডিসেম্বর ১১, ২০২১)