চট্টগ্রাম প্রতিনিধি : আওয়ামী লীগের বর্তমান শাসন ব্যবস্থা গণতন্ত্রের প্রতি আগ্রাসন বলে অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ বুধবার বেলা ১২টায় চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগস্থ নিজ বাসভবনে মহানগর ছাত্রদলের নগর কমিটির সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নগর কমিটি গঠনকল্পে ছাত্রদল নেতৃবৃন্দ আমীর খসরুর সাথে এ মতবিনিময় করেন।

তিনি বলছেন, “কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে খালেদা জিয়ার নির্দেশিত রাজপথের সংগ্রামকে এগিয়ে নিতে হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন মুহাম্মদ শহীদ, সহ-সভাপতি ফজলুল হক সুমন, জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন সোহেল, জমির উদ্দিন নাহিদসহ বিভিন্ন থানা ও কলেজ নেতৃবৃন্দ।

সভায় ছাত্রদলের নতুন ও যোগ্য নেতৃত্ব তুলে আনতে আগ্রহীদের কাছ থেকে 'জীবন বৃত্তান্ত' ফরম সংগ্রহ অভিযানকে স্বাগত জানান আমীর খসরু।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১৭, ২০১৪)