গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম,অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকায় আমাকে নিয়ে যে সংবাদ প্রকাশ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী। আমার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। সে একজন শিল্পপতি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় সে স্বতন্ত্র পদে নির্বাচন করছে।আমি আমার কর্মী সমর্থকদের নিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। আসন্ন নির্বাচনকে বিতর্কিত করার জন্য সে বহিরাগত ও তার অটো রাইস মিলের শ্রমিকদের দিয়ে বিভিন্ন প্রকার ঘটনা ঘটিয়ে আমার নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমার প্রতিপক্ষ প্রার্থী শিল্পপতি হওয়ায় বিভিন্ন জায়গায় টাকা বিলিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। এতে করে আমার ব্যক্তিগত,সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মো. মোজাম্মেল হোসেন
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী
সাগান্না ইউনিয়ন পরিষদ
সদর উপজেলা, ঝিনাইদহ।

(একে/এসপি/ডিসেম্বর ১১, ২০২১)